ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রণক্ষেত্র পাকিস্তান, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে বিক্ষোভ নিয়ে ইসলামাবাদে জড়ো হয়েছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেল নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে রনক্ষেত্রে পরিণত হয়েছে ইসলামাবাদ। অনেকে বাধা উপেক্ষা করে বিক্ষোভের মূলকেন্দ্র ডি-চকেও পৌঁছে গেছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের সমর্থকরা ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়েন। ওই সময় তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এদিকে ইমরান খানের দলের নেতাকর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার। কিন্তু সেনাবাহিনীকে সড়কে নামলেও বিক্ষোভকারীদের প্রতিহত করতে দেখা যায়নি।

আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার ডি-চক থেকে জানিয়েছেন, সেখানে কাঁদানে গ্যাস ছাড়াও আধাসামরিক বাহিনী রেঞ্জার্সকে ‘স্বয়ংক্রিয় রাইফেল’ থেকে গুলি করতে দেখা গেছে। তিনি বলেছেন, ডি-চকে এত পরিমাণ কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে যে সেখানে ‘পাতলা গ্যাসের মেঘের’ সৃষ্টি হয়েছে।

এদিকে শ্রীনগর হাইওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের নেতাকর্মীদের সংঘর্ষে রেঞ্জাসের তিন সদস্যসহ মোট সাত জন নিহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ শরিফ এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করেছে তাদের চিহ্নিতের নির্দেশ দিয়েছেন তিনি।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি মানুষ মারা বিক্ষোভে নেমেছেন। তিনি বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে ফিরে যেতে বলেছেন।

আনন্দবাজার/ এমেকে

সংবাদটি শেয়ার করুন