ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে উন্নত সমাজ বিনির্মাণ শীর্ষক সমাজসেবা অধিদফতরের সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাটে ‘উন্নত জীবন এবং যত্নশীল সমাজ বিনির্মাণে অংশগ্রহণ পূর্বক সমাজসেবা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতরের জয়পুরহাট সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ইমাম হাসিম। প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। এ ছাড়া অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক সাদেকুল ইসলাম সাংবাদিক সাখাওয়াত হোসেন বিপুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন