ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে: প্রধান উপদেষ্টা

পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু জুলাই-অগাস্টের হত্যাকাণ্ড নয়, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে।

সন্ধ্যায় প্রায় ৪০ মিনিট ব্যাপী ওই ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষেই দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। তিনি বলেন, “নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত দেশবাসী নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন”।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে গত ১৫ই নভেম্বর। ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেছেন, কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি এসময় বলেন, “অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য, এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে”। জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না”।

ভাষণে রাষ্ট্র সংস্কারের সংস্কার কমিশনগুলোর নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি গত ১০০ দিনে দেশের সংকটময় পরিস্থিতির কথা তুলে ধরে এ সময়ে অন্তবর্তীকালীন সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন

আনন্দবাজার/ এমকে

সংবাদটি শেয়ার করুন