জয়পুরহাটে রিক্সাচালক দিলীপ চন্দ্র কে জবাই করে হত্যার পর ব্যাটারি চালিত রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ইমান আলী (২৩) ও এনামুল হোসেন (২১) নামে ২ঘাতক যুবককে আটক এবং ছিনতাইকৃত রিক্সা উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকা থেকে ছিনতাইকৃত ওই রিক্সা সহ তাদের আটক করে জয়পুরহাট থানা পুলিশ।
আটককৃত ইমান আলী জয়পুরহাট শহরের বিহারি পাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে ও এনামুল হোসেন শহরতলীর বুলুপাড়ার মাগনিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ব্যাটারি চালিত অটো রিক্সার চালক দিলিপকে হত্যা করে তার রিক্সা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় মর্মে স্বীকার করেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে জয়পুরহাট শহরতলীর খনজনপুর-পাঁচবিবি সড়কের হাতিল-মাংনীপাড়া এলাকায় দুর্বৃত্তরা রিক্সা চালক দিলীপ চন্দ্র কে জবাই করে হত্যার পর তার ব্যাটারী চালিত রিকসা ছিনতাই করে নিয়ে যায়। এ খবর জানতে পেয়ে সকাল ৮টার দিকে উল্লিখিত এলাকার নিকটবর্তী একটি আখক্ষেতের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।