ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজিদের জন্য সতর্ক বার্তা দিল ধর্ম মন্ত্রণালয়

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক শ্রেণির প্রতারক চক্র হজের রিফান্ডের টাকা ফেরতের নামে প্রতারণা করছে।

এ বিষয়ে হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ছাড়াও হজ গাইডদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শনিবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের এই প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীকের সই করা ওই সতর্কবার্তায় জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এক শ্রেণির প্রতারক চক্র ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে হজের রিফান্ডের টাকা ফেরতের নাম করে হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ছাড়াও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিড বা ক্রেডিট কার্ড ছাড়াও নগদ কিংবা বিকাশের তথ্য চাচ্ছে। ইতোমধ্যে এমন প্রতারণার ঘটনাও ঘটেছে।

এতে আরও জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন (BEFTN) অথবা চেকের মাধ্যমে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা পাঠানো হয়। এজন্য কোনো ডেবিড বা ক্রেডিট কার্ড, কিংবা নগদ বা বিকাশের তথ্য চাওয়া হয় না। ফলে প্রতারক চক্র ফোন করে টাকা ফেরতের নামে এমন তথ্য চাইলে তা না দেয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ ছাড়াও প্রতারণামূলক এমন ফোনকল পেলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে এমন বিষয়ে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন