ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিযোগিমূলক ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে চাই : বাণিজ্য উপদেষ্টা

আমরা প্রতিযোগিমূলক ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে চাই। আমি নিজে ব্যবসায়ী এবং প্রতিযোগিতায় বিশ্বাস করি। কেননা সকল ক্ষেত্রে প্রতিযোগিতা করেই আমি এ পর্যন্ত এসেছি, আমিও ভোক্তা। তাই প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা প্রত্যাশা করি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

আজ মঙ্গলবার সচিবালয় আনন্দবাজারের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমদানি ও স্থানীয় উৎপাদনের মধ্যে সমন্বয় করে পণ্যের দাম সহনীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে যে পরিমাণ উৎপাদন হচ্ছে এবং আমদানি যা হচ্ছে তার সকল কিছু একসঙ্গে নিয়ে কাজ করা হবে।

গত সরকারের সময় থেকে বাজারে সবকিছুর দামে উর্ধ্বগতি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৩ মাসেও কেন বাজার স্থিতিশীল হচ্ছে না, আপনাদের সামনে কী চ্যালেঞ্জ আছে এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, আপনি যা বলেছেন সেটাই চ্যালেঞ্জ। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা বিশ্লেষণ করছি কীভাবে ব্যবসায় অধিক সংযোগ ও বাজারে সরবরাহ বাড়ানো যায়। আশা করি এটার সুস্থ সমাধান আপনারা খুব শিঘ্রই দেখতে পাবেন।

আপনি কী আশাবাদী বাজারটা মানুষের কাছে সহনীয় হবে প্রশ্নের জবাবে শেখ বশির উদ্দিন বলেন, সেই প্রচেষ্টাই আমার একমাত্র কাজ। এই প্রচেষ্টার কোন ঘাটতি নেই।
সেই সময়টা কবে নাগাদ হবে জানতে চাইলে তিনি বলেন, আজকের বিকালের বাজারটিও যদি সহনীয় করতে পারি তাহলে খুশি হই। বাজার সহনীয় করতে যতটুকু সম্ভব আমরা নিজেদের পরিশ্রমের ঘাটতি রাখটি না।

সরবরাহ কী চট করে হয়ে যাবে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, সেটা অবশ্যই না। এজন্য যেসকল ঘাটতি তা পূরণ করতে কাজ করা হচ্ছে। যেসব অসঙ্গতি আছে তা চিহ্নিত করা হচ্ছে। এক্ষেত্রে আমরা আমদানি ও স্থানীয় উৎপাদনের মধ্যে সমন্বয় করতে চাচ্ছি। স্থানীয়ভাবে যে পরিমাণ উৎপাদন হচ্ছে এবং আমদানি যা হচ্ছে তার সকল কিছু একসঙ্গে নিয়ে কাজ করা হবে।

বাজারে সরবরাহ বাড়লেই পণ্যের দাম কমবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে ও কমছে। এসব বিষয়ে কিছুটা প্রভাব আসবেই। বন্যার কারণেও আমরা স্থানীয় উৎপাদনেও ক্ষতিগ্রস্ত হয়েছি। আন্দোলনের (ছাত্র-জনতার আন্দোলন) কারণে যে সাময়িক সমস্যা হয়েছিল তার সামগ্রিক প্রতিফলন এখন ঘটছে। যতদ্রুত সম্ভব আমরা সরবরাহের পরিমাণ বাড়াবো।

সংবাদটি শেয়ার করুন