জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী শহীদ নজিবুল সরকার বিশাল ও অটোরিকশা চালক মেহেদি’র পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নগদ অর্থ সহায়তাসহ উপহার প্রদান করেছেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
শুক্রবার (০৮ নভেম্বর) সকালে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে গিয়ে জেলার প্রথম শহীদ বিশালের মা বাবার সাথে সাক্ষাৎ করে তাদের হাতে ২০হাজার টাকার আর্থিক সহায়তাসহ ব্যবহারযোগ্য কাপড় ও ফলমূল তুলে দেন।
পরে জয়পুরহাট শহরের শেখপাড়ায় গিয়ে নিহত অটো রিক্সাচালক মেহেদীর স্ত্রী ও স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আর্থিক সহায়তা হিসেবে ২০হাজার টাকা ও ব্যবহারযোগ্য কাপড়সহ বিভিন্ন ফলমূল প্রদান করেন।

এ সময় তার সাথে এনডিসি আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পাঁচবিবি সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।