ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর খাল দখল-দূষণমুক্ত করে ‘ব্লু নেটওয়ার্ক’ গড়তে কমিটি

ঢাকার খালগুলোর প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি খাল পুনরুদ্ধার করে দখল ও দূষণমুক্ত করার মাধ্যমে খালকেন্দ্রিক ‘ব্লু নেটওয়ার্ক’ গড়তে কমিটি গঠন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। 

মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও বাস্তবায়ন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার খালগুলোর প্রবাহমানতা ফিরিয়ে আনতে, খাল পুনরুদ্ধার করে দখল-দূষণমুক্ত করে এবং খালকেন্দ্রিক ‘ব্লু নেটওয়ার্ক’ গঠন করার লক্ষ্যে সময়ভিত্তিক, ব্যয়সাশ্রয়ী কর্মপরিকল্পনা প্রণয়নে ১১ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি কমিটিতে সদস্য হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, নদী রক্ষা কমিশনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের একজন করে প্রতিনিধি ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধি, এনজিও বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে প্রতিনিধি এবং শিক্ষা প্রতিনিধি (স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত) হিসেবে একজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, নবগঠিত এ কমিটি অনতিবিলম্বে ৩ দিনের কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পরবর্তীতে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের পর দ্রুত অংশীজনের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করবে।

প্রসঙ্গত, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার খালগুলো দিয়ে ‘ব্লু নেটওয়ার্ক’ করার পরিকল্পনার কথা জানান। যে খালগুলো এখনো উদ্ধার করা সম্ভব, সেগুলো দিয়ে এ নেটওয়ার্ক করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই উদ্যোগের অংশ হিসেবে কমিটি গঠন করা হলো।

সংবাদটি শেয়ার করুন