ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ার ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি দেশের কোন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ পেয়েছে।তালিকায় এশিয়ার সেরা ১০০ তে স্থান পায়নি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়। পার্শ্ববর্তী  ভারতের সাতটি ও পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয়  সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে।

বুধবার (০৭ নভেম্বর) ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং: এশিয়া ২০২৫’ শীর্ষক এ র্যাঙ্কিং প্রকাশ পায়।

এ তালিকায় মোট ৯৮৪টি বিশ্ববিদ্যালয়কে যাচাই ভিত্তিক  স্থান দেওয়া হয়েছে। তালিকার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো—চীনের পিকিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হংকং ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

শীর্ষ ১০০-এর মধ্যে না থাকলেও তালিকায় স্থান পেয়েছে দেশের ২৯ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আছে—ঢাকা বিশ্ববিদ্যালয় (১১২), নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৫৫), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (১৫৮), ব্র্যাক ইউনিভার্সিটি (২৫৩), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২৮০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২৯২), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩২০), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৪২) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৫৭)।

এবারের র‌্যাঙ্কিংকে ভারতের মোট ১৬১টি বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের মোট ৭০টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। তালিকায় সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের সাতটি ও পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয় স্থান দখল করলেও এশিয়ার শীর্ষ শতকে বাংলাদশের বিশ্ববিদ্যালয় সমূহের অনুপস্থিতিতে বাংলাদেশের উচ্চশিক্ষার ক্রমোন্নতি নিয়ে আশংকা প্রকাশ করছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল।

সংবাদটি শেয়ার করুন