ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাবি ছাত্রদলের পোস্টার প্রদর্শনী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এবং আশেপাশের এলাকায় পোস্টারিং কার্যক্রম পরিচালনা করেছে জাবি শাখা ছাত্রদল।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- জাকিরুল ইসলাম-৪৬, ই.এম.মাহমুদ -৪৬, শাহান ভূঈয়া -৪৬,শামসুজ্জামান সায়েম-৪৬, আদনান করিম-৪৬, বাক্কি-৪৬, সাদিকুর রহমান-৪৭, জাহিদ হাসান-৪৭, একরামুল হক-৪৭, এসএম আমিনুল ইসলাম-৪৭, জহিরুল ইসলাম অয়ন-৪৭, মজনু মাহমুদ-৪৮,শামিম-৪৯,মাসুদ-৪৮, তপু-৪৯, আবিদুর রহমান-৫২।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সপরিবারের নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দি।

৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, পরে দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

বিএনপি এই দিনকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে গত ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করত।

সংবাদটি শেয়ার করুন