ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবির ১৫০০ শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার

জাবি কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মাঝে প্রায় দেড় হাজার পবিত্র কুরআন বিতরণ করেছে।

বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।অনুষ্ঠানে দেশবরেণ্য কয়েকজন ইসলামি ব্যক্তিত্ব কুরআন-সুন্নাহর আলোকে বক্তব্য রাখেন।

ব্যক্তিজীবন গঠনে কুরআনের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক শায়খ মোখতার আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষের নৈতিকতা তৈরিতে ব্যক্তির নিজস্ব দায়বদ্ধতা রয়েছে এবং তা চেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আল্লাহ মানুষকে তিনটি দায়িত্ব দিয়েছেন-জমিনের মধ্যে নেতৃত্ব দেওয়া, সভ্যতা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর ইবাদত করা। এ দায়িত্ব পালনের জন্য প্রথম কাজ হলো নিজেকে গঠন করা। আর নিজেকে গঠন করার একমাত্র উপায় হলো অধ্যয়ন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. মুনির উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেছেন জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দা এবং শিশুশিল্পী ইশরাক সুহায়েল।

আনন্দবাজার আরবি

সংবাদটি শেয়ার করুন