ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমন ধান-চালের মূল্য নির্ধারণ করে দিলো সরকার

আমন মৌসুমে সরকারের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে প্রতি কেজি ধান ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ টাকা ও আতপ চাল ৪৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

খাদ্য সচিব বলেন, ধানের ক্ষেত্রে মূল্য হবে ৩৩ টাকা প্রতি কেজি। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৭ টাকা প্রতি কেজি। আতপ চালের ক্ষেত্রে ৪৬ টাকা প্রতি কেজি। উৎপাদন খরচ বিবেচনায় গত বছরের তুলনায় দাম দুই থেকে আড়াই টাকা বেড়েছে।

এ বছর পাঁচ লাখ মেট্রিক টন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার উল্লেখ করে সচিব আরও বলেন, এর মধ্যে তিন লাখ মেট্রিক টন সরকার টু সরকার (জিটুজি)  পদ্ধতিতে আর দুই লাখ মেট্রিক টন ওপেন টেন্ডার পদ্ধতিতে। এরই মধ্যে টেন্ডার অনুমোদন ও দাখিল হয়েছে।

উল্লেখ্য, আমন (সিদ্ধ ধান এবং চাল) সংগ্রহ মৌসুম শুরু হবে ১৭ নভেম্বর থেকে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। আতপ চালের ক্ষেত্রে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত। 

বাজারে চালের দাম কমানো নিয়ে পদক্ষেপ বিষয়ে তিনি বলেন, ওএমএস কর্মসূচি, খাদ্যবান্ধব কর্মসূচি, টিসিবির কার্যক্রম সেগুলো বাড়ানোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন