দেশে জুলাই-আগস্ট আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে বাংলাদেশে এসেছে ব্রিটিশ মেডিকেল টিম।
৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) চিকিৎসা দেবেন তারা।
মঙ্গলবার (০৫ নভেম্বর) যুক্তরাজ্যের ঢাকার হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সাহায্যের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ইউকে ইমার্জেন্সি মেডিকেল টিম (ইএমটি) ঢাকায় এসেছে বলে জানিয়েছে হাইকমিশন।
এ মেডিক্যাল টিমে একজন অর্থোপেডিক সার্জন, একজন ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞ এবং একজন ক্লিনিক্যাল সমন্বয়কারী রয়েছেন। তারা ৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) কাজ করবেন বলে নিশ্চিত করেছে হাইকমিশন।
জানা যায়, এ টিমের ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী সংঘাত-আক্রান্ত এলাকায় রোগীদের চিকিৎসার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।