ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গাছের ডালে পাখির জন্য মাটির বাসা

ক্যাম্পাসজুড়ে গাছের ডালে ঝুলছে ছোট ছোট মাটির হাঁড়ি, যা বৈচিত্র্যময় নকশায় ফুটো করা। এসব হাঁড়ি পাখিদের নিরাপদ আবাস তৈরির জন্য বসানো জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে।

রবিবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির গাছে প্রায় ৩০টি মাটির হাঁড়ি বসানো হয়। দেশীয় পাখিদের অবাধ বিচরণ এবং তাদের নিরাপদ আশ্রয়ের জন্যই শিক্ষার্থীদের এ উদ্যোগ। দেবদারু, কড়ই, জামসহ বিভিন্ন গাছের ডালে ঝুলছে এসব হাঁড়ি, যা দেখতে খুবই মনোমুগ্ধকর।

এ আয়োজনের উদ্যোক্তা মধ্যে শিক্ষার্থী ফারাবি সাকিল বলেন, “সামনে শীতকাল, অতিথি পাখির আগমন হবে। অন্যদিকে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে জন্য গাছের কিছু ডাল কাটা হয়েছে। এতে অনেক পাখির বাসা নষ্ট হয়। সেসব পাখিসহ আমাদের ক্যাম্পাসে অতিথি ও দেশীয় পাখির কিচিরমিচির শব্দ যেন ক্যাম্পাস ভরে ওঠে সে উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। প্রশাসনিক ভবন একাডেমিক ভবন হল জামতলা সহ বিভিন্ন স্থানে থাকা গাছগুলোতে প্রায় ২৫ টি মাটির হাড়ি বসিয়েছি। আমাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।

শিক্ষার্থীরা দলবেঁধে গাছগুলোতে মাটির হাঁড়ি বেঁধেছেন। হাঁড়িগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো এমনভাবে তৈরি ও স্থাপন করা হয়েছে যেন পাখিরা সহজেই সেখানে বসবাস করতে পারে। পাখিদের জন্য এ ধরনের আবাসন নিরাপদ পরিবেশ তৈরি করবে এবং তাদের বংশবৃদ্ধিতে সহায়ক হবে।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরাও স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃতির প্রতি ভালোবাসা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

সংবাদটি শেয়ার করুন