ভারতের উত্তরাখণ্ডের আলমোরা জেলায় যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী।
সোমবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
২২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান আর বাকিরা হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে আলমোরার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে জানান। কর্মকর্তারা আশংকা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
জানা যায়, বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোড়া মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।