ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ডাকাতি হওয়া দু’টি অটোরিকশাসহ ৭জন গ্রেপ্তার

জয়পুরহাটে সড়কে রশি দিয়ে পথ রোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া দুইটি অটোরিকশা উদ্ধার করা হয়।

জয়পুরহাট, নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (০৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারী গ্রামের দেলোয়ারের ছেলে সোয়াইব, বগুড়ার নন্দীগ্রামের মৃত আবু বক্কস সিদ্দিকের ছেলে ইউসুফ, ধুনটের হাসেনের ছেলে জাকির, মনজুর ছেলে ফরহাদ, নওগাঁর সদরের মিলচানের ছেলে হেলাল উদ্দীন, বদলগাছীর জোব্বারের ছেলে হেলাল হোসেন ও বগুড়ার আদমদীঘির মন্টুর ছেলে কালাম তালুকদার।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, গত ২৫ অক্টোবর রাতে আক্কেলপুর উপজেলার কাদোয়া বটতলী এলাকায় সড়কে একদল ডাকাত রশি দিয়ে পথ রোধ করে তিনটি অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ আক্কেলপুর ২৭অক্টোবর রেলস্টেশন রোড এলাকা থেকে সোয়াইব নামে একজনকে গ্রেপ্তার করে। পরে শনিবার তার দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে নওগাঁর বদলগাছী থেকে হেলাল হোসেন, হেলাল উদ্দীন ও কালাম তালুকদারকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ। সেখানে গিয়ে জানা যায় তারা এ ঘটনার সাথে জড়িত। পরে তাদের দেওয়ামতে গত রাতে বগুড়ার বগুড়ার নন্দীগ্রাম ও ধুনট থেকে আরও ৩জনকে দুটি অটো রিক্সা সহ গ্রেপ্তার করা হয়। 

সংবাদটি শেয়ার করুন