ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন 

জয়পুরহাটে জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে শহরের জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কার্যালয়ে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মোট ১৭টি পদের মধ্যে কেবল মাত্র সভাপতি, সাধারণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে (৩টি পদে) ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদের ২জন ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

বাকি ১৪টি পদের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ওই সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিকেল ৩টায় এ ভোটগ্রহণ শেষে ভোট গণনার পর বিকেল ৫টায় রিটার্নিং অফিসার আশরাফুল ইসলাম (বেসরকারি ভাবে) এ নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী এ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ৬৪ভোট পেয়ে আসাদুর রহমান তপন সভাপতি, আব্দুল আলিম ৬৭ভোট পেয়ে সা: সম্পাদক ও মোছাঃ সুরাইয়া বেগম  ৬৯ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বিদের পরাজিত করে স্ব স্ব পদে নির্বাচিত হয়েছেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অমল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি আতিকুর রেজা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ সংগঠনিক সম্পাদক কেএম শাকিল উদ্দিন, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক একরামুল রেজা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, চাকরি ও আইন বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নওশাদ আহমেদ, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক ওয়ালি খান, সমাজকল্যাণ সম্পাদক ইমতিয়াজ সাকিব, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাইফুর ইসলাম এবং নির্বাহী সদস্য পদে সাইফুল ইসলাম।

উল্লেখ্য, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১৬। তার মধ্যে বৈধ ঘোষিত ১১৫জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন