ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ১৫ বছর পর জয়পুরহাটে শহর ও সদর উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিলের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) সকালে জয়পুরহাটের জানিয়ার বাগান এলাকার একটি বাড়িতে এ নির্বাচনে ৩বছরের জন্য  জয়পুরহাট শহর ও সদর  উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

পৌর বিএনপি’র সভাপতি পদে আমিনুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবু রায়হান উজ্জল প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে আবু হেলাল মোঃ ফারিকুল ইসলাম নির্বাচিত হন।

সদর থানা বিএনপি’র সভাপতি পদে হেনা কবির, সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক পদে মোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন