ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত  

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় নানা আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (০২ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে সকালে বর্ণাঢ্য সমবায় র‍্যালি শেষে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর। জয়পুরহাট কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আক্তারুজ্জামান বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার,সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগম,জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা সমবায় ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানান। 

সংবাদটি শেয়ার করুন