‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় বর্ণাঢ্য র্যালি, যুবদের শপথ পাঠ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে জেলা যুব ভবনে উপপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর ৫৯ই বেঙ্গল (ডিভ সাপোর্ট)এর অধিনায়ক লে.কর্নেল মু: শামসুল আলম ভূঁইয়া, ক্যাপ্টেন মাহবুব-এ খোদা, সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক সাঈদ হাসান ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুর রহমান।
এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১২জন বেকার যুবকের মাঝে মোট ৮ লাখ ৬০হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।