ঢাকা | শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে অবৈধ ভাবে বালু উত্তোলনকালে বালুভর্তি মেসি জব্দ

জয়পুরহাটে অবৈধ ভাবে বালু উত্তোলনকালে সোনালিকা ব্র্যান্ডের বালুভর্তি একটি মেসি জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর ব্রিজের সংলগ্ন মালয়পুর ঘাটে  এ ঘটনা ঘটে।

মালয়পুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি মেসিটি জব্দ করা হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার রাজিব কুমার বিশ্বাস ঘটনাস্থলে যাওয়া মাত্র মেসির ড্রাইভার মেসিটি রেখে পালিয়ে যায়। 

জব্দকৃত মেসি জয়পুরহাট  সদর উপজেলা পরিষদের ভিতরে রাখা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন