ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিএনপি’র দুই গ্রুপে উত্তেজনা: ১৪৪ ধারা জারি 

জয়পুরহাটে শহর ও থানা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন (কাউন্সিল অধিবেশন)’কে ঘিরে বিএনপি’র দুই গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আগামীকাল শুক্রবার (০১ নভেম্বর) জয়পুরহাট সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে যে, স্থানীয় রাজনৈতিক দলের দুটি গ্রুপ জয়পুরহাট পৌর এলাকায় একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন (সম্মেলন) আহ্বান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কায় জয়পুরহাট সদর উপজেলায় আগামীকাল শুক্রবার (১অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ধারা জারি করা হয়েছে।

জয়পুরহাট জেলা বিএনপি’র দুই গ্রুপের একটি গ্রুপ জেলা শহরের পৌর এলাকার নতুনহাটে আগামীকাল শুক্রবার (১অক্টোবর) সকাল ৯টায় এবং বিএনপি’র অপর গ্রুপ ওই নতুনহাটেরই মসজিদ চত্বর ও পার্শ্ববর্তী সরদারপাড়া মহল্লার একটি প্রাথমিক বিদ্যালয়ে পাল্টাপাল্টি কাউন্সিল অধিবেশন আহ্বান করেছে। এই একই সময়ে ও প্রায় একই স্থানে সম্মেলন আহ্বান করায় বিএনপি’র উভয় গ্রুপের নেতাকর্মীও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, দলের একটি বৃহৎ অংশকে বাদ দিয়ে এককভাবে সম্মেলন (কাউন্সিল) আহ্বান করার প্রতিবাদ জানিয়ে বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার (আজ) দুপুরে জয়পুরহাট পৌর ও থানা বিএনপির ব্যানারে বিএনপি’র একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

সংবাদটি শেয়ার করুন