ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল: ২ঘন্টা পর বিকল্পতে চালু

জয়পুরহাটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী ‘আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ার ২ঘন্টা পর পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে ছেড়ে আসা ‘আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটে জয়পুরহাট রেলস্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়। এর পর ট্রেনটি ডাউন আউটার সিগন্যাল পার হয়ে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। 

এর প্রায় দুই ঘন্টা পর সকাল ৮টা ৪৫ মিনিটে পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এসে বিকল হওয়া ইঞ্জিন সহ আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে (টেনে) নিয়ে চলে যায়।

এ সময়ে জয়পুরহাট রেলস্টেশনের উত্তরে এ লাইনের হিলি-ফুলবাড়ির দিকে আন্তঃনগর বরেন্দ্র ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় এসব ট্রেনের যাত্রীদের দুর্ভোগে পোহাতে হয়েছে।

জয়পুরহাট রেল স্টেশন মাস্টার রেজাউল করিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন