ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জামায়াত ইসলামীর বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে ২৮অক্টোবর ২০০৬-এর খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবিতে জামায়াতে ইসলামীর এক বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর)  বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরের জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এস,এম রাশেদুল আলম সবুজ,যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসলাম হোসেন, শহর আমির আনোয়ার হোসেন প্রমুখ।

এ সমাবেশে ২০০৬ সালের ২৮অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা লগি বৈঠা, লাঠি সোঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে নিরপরাধ জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এ নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, এ সমাবেশে গত ৪আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট জেলার প্রথম শহীদ কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশালের বাবার হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লাখ টাকা তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন