জয়পুরহাটে বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও প্রসাধনী আইন-২০২৩ বিষয়ে জেলার ফার্মেসি ও খুচরা বিক্রেতাদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সাকিব আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বিশ্বব্যাপী অত্যন্ত সংবেদনশীল এন্টিবায়োটিক ওষুধের ব্যবহার, মজুদ ও বিক্রির বিষয়ে ২০২৩ সালের আইন মেনে চলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করার ওপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, এ কর্মশালায় জেলার মোট ৯১ জন ফার্মেসি মালিক ও খুচরা ওষুধ বিক্রেতা উপস্থিত ছিলেন।