ঢাকা | শনিবার
২৬শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়পুরহাটে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বুকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গিকার নিয়ে নানা কর্মসূচিতে গণঅধিকার পরিষদ (জিওপি) এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শহরের জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহীদ ডা.আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। পরে (সন্ধ্যায়) সেখানে কেক কাটা ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে জেলা গণআধিকার পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবু, শ্রমিক নেতা আব্দুল মতিন, ছাত্র ও যুব নেতা রুহুল আমিন,সোহেল রানা,শাহেদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন