ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এদিকে আজ বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট এনেক্স ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দপ্তরে চায়ের দাওয়াতে আসেন ছয় জন বিচারপতি। তারা হলেন— বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিন, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ও বিচারপতি মো. আমিনুল ইসলাম।

তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চা পানের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এদিকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

এ সময় দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ চেয়ে তাদের নানা স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন, দলবাজ, দুর্নীতিবাজ সাবেক শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করা বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত তারা হাইকোর্ট প্রাঙ্গণ ত্যাগ করবেন না।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সুপ্রিম কোর্টের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন