‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’।-এ প্রতিপাদ্য কে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
এদিন বর্ণিল বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোছা: উম্মে রোমান খান জনি ও জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভীন, জয়পুরহাট ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মতিয়ার রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু , সাংবাদিক সাখাওয়াত হোসেন বিপু প্রমুখ উপস্থিত ছিলেন।