ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে শিশুদের বিদেশি ভাষায় দক্ষতা অর্জনে বিশেষ শিক্ষা পাইলট প্রকল্পের উদ্বোধন

জয়পুরহাটে শিশুদের বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে শিশুদের জন্য কোরিয়ান, জাপানিজ, চীনা ও ইংরেজি ভাষা শিক্ষা পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় শহরের শান্তিনগর মহল্লার পশ্চিম জয়পুরহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে এ পাইলট প্রকল্পের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রাশেদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল ও জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) অধ্যক্ষ আবু সৈয়দ মোঃ রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নাসিফ, জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তারিক হোসেন, বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বেগম নিহার-ই -জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ,সাপ্তাহিক ছুটির দিনে(সপ্তাহে একদিন) বিদেশি ভাষা শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিনামূল্যে কোরিয়ান, জাপানিজ, চীনা ও ইংরেজি ভাষা শেখানো হবে। এতে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভাষা প্রশিক্ষকরা শিক্ষাদান করবেন। 

সংবাদটি শেয়ার করুন