ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

জয়পুরহাটে বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন হিন্দু সম্প্রদায়ের পাঁচদিন ব্যাপি আয়োজিত সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা।

রোববার আনন্দঘন ‘শারদীয় দূগোর্ৎসব’ এর শেষ দিনে সকাল থেকে জয়পুরহাটের পূজামন্ডপ গুলোতে দুর্গা দেবির বিদায়ের করুণ সুর যেন ধ্বনিত হতে থাকে।

এদিন সকাল ৬টা ৩০মিনিটে পূজামন্ডপ গুলোতে দশমী বিহিত পূজা শুরু হয়। এর পর ৮টা ৩০মিনিটে পুষ্পাঞ্জলি সহ অনুষ্ঠিত হয় অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানাদি। বিকালে বিভিন্ন পূজামন্ডপে অনুষ্ঠিত হয় হিন্দু বিবাহিত নারীদের সিঁদুর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আরতি শেষে সন্ধ্যায় জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুরের ছোট যমুনার শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন ও শান্তিজল সিঞ্চন। 

জয়পুরহাটের দু’একটি পূজা মন্ডপে শনিবার মহানবমীর পর দশমী পূজা সম্পন্ন হলেও, রোববার বিজয়া দশমীর পূজা শেষে সন্ধ্যায় সব গুলো পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। 

উল্লেখ্য, এবার জেলার পাঁচটি উপজেলায় মোট ২৯২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন