পাঁচদিন ব্যাপি দূগোর্ৎসবের মহাঅষ্টমীর পূজার আচার অনুষ্ঠানাদি শেষে জয়পুরহাট পৌর শহরের মাদারগঞ্জ দূর্গা মন্দিরের পূজামন্ডপে ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হয়েছে।
কুমারী পূজায় মাটির প্রতিমার পরিবর্তে কুমারী দেবি সাজে শহরের কেন্দ্রীয় শিব মন্দির শিশু বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী-ইতি আগরওয়াল। সে শহরের মারওয়ারী পট্টির অলক আগারওয়ালের মেয়ে।
আড়ম্বরপূর্ন ব্যতিক্রমী এ পূজা দেখতে এ মন্ডপে হিন্দু ধমার্বলম্বী বিভিন্ন বয়সী ভক্ত ও পুন্যার্থী ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী দর্শকদের ছিল উপচানো ভিড়।
এবার জয়পুরহাটের পাঁচটি উপজেলায় মোট ২৯২টি পূজামন্ডপে শারদীয় দুগোর্ৎসব পালিত হচ্ছে। জেলার প্রতিটি মন্দির ও পূজামন্ডপে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ।