বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মাসেতুর সাড়ে ৮৫ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন

সম্প্রতি স্বপ্নের পদ্মা সেতুর ৮৫ দশমিক ৫ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটি। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। পাশাপাশি পদ্মা সেতুসহ ফাস্ট ট্র্যাকভুক্ত ১০টি প্রকল্পের প্রতিটির অগ্রগতির চিত্র তুলে ধরা হয় এ সভায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা। সভায় পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্পের পুরো কাজের ৭৬ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে বলেও জানানো হয়।

পদ্মা বহুমুখী প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরে সভায় জানানো হয়, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ-৯১%, মাওয়া প্রান্তে এপ্রোচ রোডের কাজ-১০০%, সার্ভিস এরিয়া(২)-১০০%, মূল সেতু নির্মাণ কাজ ৮৫.৫০% এবং নদীশাসনের কাজ ৬৬% ইতিমধ্যেই শেষ হয়েছে। এছাড়া প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০% শেষ হয়েছে।

পদ্মাসেতুর কাজের অগ্রগতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ঝামেলা হয়েছে আপনারা জানেন। এখন আমরা আনন্দিত যে প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতো কাজ হয়ে গেছে।’

এ প্রসঙ্গে পদ্মানদীর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ‘এই সেতুটা নির্মাণের সময় নদীশাসন করে আমি কিন্তু নদী ছোট করতে দেইনি। পদ্মা নদীর চরিত্র সম্পর্কের কারও ধারণা নেই। এই নদীটা অসম্ভব ভাঙনপ্রবণ। এখানে বাঁধ দিয়ে ছোট করতে গেলে এই নদী মানবে না। বরং আমাদের ব্রিজটাই বড় করতে হবে। এখানে প্রশস্ত জায়গা রাখতে হবে সাথে বাপার জোনও থাকবে। যাতে করে বন্যার পানিটা ধারণ করতে পারে।’

আরও পড়ুনঃ  চকরিয়ায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ‘গরিবের ডাক্তারের’ মৃত্যু

সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

 

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন