ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

নিরাপদ প্রজননের লক্ষ্যে এবং মা ইলিশ রক্ষায় দেশের নদী ও সাগরে ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে।

শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে এ বছরের ইলিশের মৌসুম শেষ হচ্ছে।

এ নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন পুরোপুরি নিষিদ্ধ।

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ ও বিপণন বন্ধ থাকবে উল্লেখ করে দেশের মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করবে জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও টাস্কফোর্স।

স্থানীয় সিন্ডিকেটের কবল থেকে মাছঘাট উদ্ধার না করা গেলে ইলিশের দাম কমবে না উল্লেখ করে বরিশাল বিভাগীয় জেলে সমিতির সভাপতি ইসরাইল পন্ডিত গণমাধ্যমে জানান, তারা নিষেধাজ্ঞার সময় জেলেদের মাছ শিকারে বাধ্য করে। কমদামে মাছ কিনে বেশি দামে বিক্রি করে তারা।

সংবাদটি শেয়ার করুন