ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময়, নগদ টাকা ও চাল বিতরণ

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময়, নগদ টাকা ও চাল বিতরণ

জয়পুরহাটে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এবং প্রতিটি মন্দিরের জন্য নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে ভাদসা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্যানেল চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহেদ আল মামুন

এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক অফিসার আবু মুসা, হিসাব সহকারি হুমায়ুন কবির, ইউপি সদস্য সামসুল ইসলাম, রবিউল ইসলাম, রেজাউল করিম লিটন,সাবুদ হোসেন, আফসার আলী,মোঃ টিটু মজিদুল ইসলাম,আব্দুল মান্নান, আলী সাখিদার পিন্টু, আঃ হান্নান কান্দী, আশরাফ হোসেন, আব্দুল বাছেদ, মুন্না পারভেজ, মোছা: মেমী বিবি, রাহিমা আকতার,পলাশী রানী মন্ডল এবং উদ্যোক্তা- জহুরুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ওই ইউনিয়নের মোট ২৩টি মন্দিরের সভাপতি-সম্পাদকের নিকট ২ হাজার টাকা করে ৪৬ হাজার টাকা এবং ৫০ কেজি করে মোট ১হাজার ১৫০ কেজি চাল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন