‘জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশের সুশাসন।’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনাসভা ও নানা কর্মসূচিতে জয়পুরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (০৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষণ সহকারী মশিউর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোমিন ও নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।