‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে শনিবার সকালে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা বক্তব্য রাখেন।