ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাল নোট ছড়ানোতে সম্পৃক্ত ব্যাংক কর্মকর্তারা

বাজারে জাল নোট ছড়ানোতে সরাসরি সম্পৃক্ত প্রাইভেট ব্যাংকের কর্মকর্তারা। সম্প্রতি র‌্যাবের অভিযানে জাল নোটসহ আটক হওয়া প্রতারকদের কাছ থেকে এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে।

কিছুদিন আগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রায় চার কোটি টাকারও বেশি মূল্যের জাল নোট জব্দ করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুই জাল নোট প্রস্তুতকারককে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা মেজর শাহারিয়ার ইফতি বলেন, জাল টাকা তৈরির চক্রগুলো তিন ধরনের নোট তৈরি করে। উন্নত মানের জাল নোটকে তারা এক নম্বর বলে। যা বানাতে তাদের খরচ বেশি হয়। তুলনামূলক দুর্বল কাগজ দিয়ে দুই নম্বর ও তিন নম্বর জাল নোট তৈরি করা হয়।

মেজর শাহারিয়ার ইফতি আরও বলেন, আমরা এ চক্রের সব সদস্যকে নজরদারিতে রেখেছি। পাশাপাশি অসাধু ব্যাংক কর্মকর্তাদের সম্পর্কেও আরো তথ্য সংগ্রহ করছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালাব।

শুধু এক নম্বর জাল নোটের ক্ষেত্রেই ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা নেয়া হয়। সমঝোতার ভিত্তিতে চক্রের সদস্য তার ব্যাংকের হিসাবে টাকা জমা করে। টাকা জমা হলে ওই কর্মকর্তা পান ৭০ হাজার টাকা। একটি ব্যাংকে এক মাসে একবারের বেশি টাকা জমা করে না চক্রটি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন