ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নীলফামারী জজশীপ এবং ম্যাজিস্ট্রেসির সকল কর্মচারীদের মতবিনিময় সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের সন্মতিক্রমে আগামী দুই বছরের জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক মোঃ আসাদুজ্জামান প্রামানিককে সভাপতি ও সিনিয়র সহকারী জজ আদালত সৈয়দপুরের বেঞ্চ সহকারী মোঃ লোকমান হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আদালত চত্ত্বর ন্যায়কুঞ্জতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জজ আদালতের নাজির মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ সোহেল শাহ্। উদ্বোধক হিসেবে মতবিনিময় সভার উদ্বোধন করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক মোঃ আসাদুজ্জামান প্রামানিক। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ রশিদুল হক চৌধুরী মিলন। অন্যান্য চারটি গুরুত্বপূর্ণ পদের সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর স্টোনো গ্রাফার শরিফুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, জেলা জজ আদালতের স্টোনো গ্রাফার খালেকুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ রশিদুল হক চৌধুরী মিলনকে প্রচার সম্পাদক, জেলা জজ আদালতের হিসাব রক্ষক মোঃ শামীম হোসেনকে অর্থ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন