ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত

জয়পুরহাটে নানা কর্মসূচিতে 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' পালিত

‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের (ডিসি অফিস) কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসন ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে ফিরে আসে।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ইমাম হাসিম, সহকারি পরিচালক সাদেকুল ইসলাম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সদস্য আবু মহিউদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন