ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেফতার

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেফতার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মামলায় জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের পৌর শহরের সাহেব পাড়া মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯নম্বর ওর্য়াডের কাউন্সিলর ছিলেন।

পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক শাহেদ আল মামুন জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় ৩শ ২৮ জন নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ ৩০০ নম্বর আসামি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন