ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে ‘জাতীয় কন্যাশিশু দিবস’ পালিত

জয়পুরহাটে নানা কর্মসূচিতে 'জাতীয় কন্যাশিশু দিবস' পালিত

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য কে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাট জেলায় নানা কর্মসূচিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) মহিউদ্দিন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক লায়লুন নাজমা বেগম, জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায়, ব্র্যাকের জেলা কর্মকর্তা আরিফুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’ এর নির্বাহী পরিচালক মতিউর রহমান মতিন প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন