ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা আয়োজনে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে 'আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস' পালিত

‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে তথ্য অধিকার আইনের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট প্রতিনিধি মিনহাজুল ইসলাম মানিক, সাংবাদিক মাশরেকুল আলম, মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন