ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধে ধর্মঘটের ডাক দিলো হিন্দু মহাসভা

বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধে ধর্মঘটের ডাক দিলো হিন্দু মহাসভা

বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগেই এর বিরোধিতা করে বাগড়ার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা। এবার সিরিজের মাঝখানে আবারও হামলার হুমকি দিয়ে হরতাল বা বন্ধের ডাক দিয়েছে ভারতের ধর্মভিত্তিক সংগঠনটি।

জানা যায়, চলতি টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৬ অক্টোবর। প্রথম টি-টোয়েন্টির ভেন্যু গোয়ালিয়রে ‘বন্ধের’ ডাক দিয়েছে হিন্দু মহাসভা। বন্ধটা ম্যাচের দিনই হবে বলে জানিয়েছে হিন্দু মহাসভা। ভারতের ধর্মভিত্তিক সংগঠনটির সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ গতকাল (সোমবার) সাংবাদিকদের বলেন,হিন্দু মহাসভা ম্যাচের দিন ‘গোয়ালিয়র বন্ধ’-এর ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বন্ধ-এর আওতার বাইরে।

এছাড়াও, সোমবার দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের প্রতিবাদে আগুন জ্বালিয়েছে হিন্দু মহাসভা।

এরইমধ্যে সংগঠনটির ২০ সদস্যের বিরুদ্ধে পুলিশ এরই মধ্যে এফআইআর দায়ের করেছে। যেখানে রাকেশ মিশ্র, বিকাশ, অতুল, জয়দীপ, বিকাশ গুপ্ত, প্রশান্ত ধীর, অজয় রাঠোর, আশিষ, ব্রজেশ-এই ৯ জনসহ অজ্ঞাতনামা আরও ১১জন রয়েছেন।

এদিকে, আজ বিকালে বাংলাদেশ দলের কানপুর পৌঁছে যাওয়ার কথা। গ্রিন পার্ক স্টেডিয়াম, হোটেল ল্যান্ডমার্কের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কানপুরের বাড়তি নিরাপত্তার ব্যাপারে এসিপি হরিশ চন্দর বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখছি। কোনো কিছুই তাতে বাদ রাখছি না। পর্যাপ্ত পুলিশ নিয়োজিত দিতে পারব বলে আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, কানপুরে এর আগে যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।

সংবাদটি শেয়ার করুন