সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

 সীমান্ত ঘেঁষে ‘জিম’ ও ‘স্নানাগার’ বানাল বিএসএফ

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৩টি উন্মুক্ত জিমনেসিয়াম ও নারীদের জন্য কয়েকটি স্নানাগার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর ইকোনমিক টাইমস ও ডেকান হেরাল্ড।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জেলার গেদে, কাদিপুর এবং টুঙ্গি এলাকার সীমান্ত ফাঁড়ির কাছে খোলা আকাশের নিচে এসব জিমনেসিয়াম ও টিনশেডের স্নানাগার নির্মাণ করেছে বিএসএফের ৩২ ব্যাটালিয়ন। পরে নারীদের জন্য টিনশেড আচ্ছাদিত গোসলখানাও তৈরি করা হয়।

বিএসএফের এক কর্মকর্তা এ বিষয়ে দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, স্থানীয় মানুষদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জিমগুলোতে ব্যায়ামের নানা সরঞ্জাম, যেমন সমান্তরাল বার, কোমর স্ট্রেচার, চেস্ট প্রেস, ফান রাইডার, ল্যাটারাল পুল ডাউন, সিট–আপ ট্রেনার, দ্বি–পার্শ্বযুক্ত রোটেটর এবং তাই চি স্পিনার স্থাপন করা হয়েছে। শিশু, যুবক এবং বয়স্করা দিনের যেকোনো সময় এগুলো ব্যবহার করতে পারবেন।

আনন্দবাজার/ আরবি

আরও পড়ুনঃ  তিনদিন আগে কেনা অস্ত্রে তাসফিয়াকে হত্যা

সংবাদটি শেয়ার করুন