বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রলারসহ নেটওয়ার্কের বাইরে ৮ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধর‌তে গি‌য়ে ট্রলারসহ ভোলার চরফ্যাশন উপজেলার ৮ জে‌লে নি‌খোঁ‌জ হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের ভাষানচ‌র নামক এলাকার বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধর‌তে গি‌য়ে ট্রলারসহ নি‌খোঁজ হন তারা। নি‌খোঁজ জে‌লে‌রা চরফ্যাশন উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের বাসিন্দা।

নি‌খোঁজ জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা।

তিনি জানান, শুক্রবার বিকেলে ঢালচরের মোসলেউদ্দিন মাঝির নেতৃত্বে ৮ জেলে ভাসান চরের সাগর মোহনায় মাছ শিকার করতে যান। কিন্তু রাত ১১টার পর থেকে শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যায়নি। সব জেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তার দাবি, যেখানে জেলেরা মাছ শিকার করতে গেছেন সেখানে ফোনের নেটওয়ার্ক থাকে। তবে গতকাল সন্ধ্যার পর রাত পর্যন্ত ঝড়ে নদী ও সাগর মোহনা উত্তাল থাকায় হয়তো ওই ট্রলারটি স্রোতে দিক হারিয়ে গভীর সাগরে নেটওয়ার্কের বাইরে চলে গেছে।

আনন্দবাজার/ আরবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঢাকায় পৌঁছালো করোনার টিকা কোভিশিল্ড

সংবাদটি শেয়ার করুন