বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আগস্টে মূল্যস্ফীতি কমে ১০.৪৯ শতাংশ

জুলাইয়ের তুলনায় আগস্টে সামগ্রিক মূল্যস্ফীতি ১ দশমিক ১৭ শতাংশ কমেছে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা গেছে, জুলাই মাসে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ এবং এটি আগস্টে কমে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে।

এর আগে জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের এক মাসে মূল্যস্ফীতি দুই অঙ্ক অতিক্রম করে। সে মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশে। গত জুনে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ বেড়ে ১৪ শতাংশ হয়েছিল। এর আগে, সর্বশেষ সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল এপ্রিল ২০১১ সালে ১৪ দশমিক ৩৬ শতাংশ। তারপর থেকে খাদ্য মূল্যস্ফীতি কখনো ১৪ শতাংশের উপরে ওঠেনি।

আনন্দবাজার/ আরবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  টিসিবির পণ্য কালোবাজারি ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর অবস্থান

সংবাদটি শেয়ার করুন