আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে বিদ্যমান পরিস্থিতিতে পদত্যাগ করবেন কি না; করলেও কবে করবেন এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এজন্য এদিন সংবাদ সম্মেলনও ডেকেছেন তিনি।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের রুমে নির্বাচন কমিশনাররা ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রথবদল দেখা গেছে। এরই জের ধরে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদত্যাগ নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বিভিন্ন মহলে।
আনন্দবাজার/ আরবি