মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্রী নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্রী নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে স্বর্ণা দাস (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। স্বর্ণা তার মাকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চাইলে বিএসএফের গুলিতে নিহত হয়। নিহত স্বর্ণার মরদেহ নিয়েগেছে বিএসএফ।

রোববার রাতে ঘটনা ঘটলেও বিষয়টি সোমবার (২ সেপ্টেম্বর) বিজিবির মাধ্যমে নিহতের বিষয়টি জানতে পারে নিহতের পরিবার।

জানা যায়, নিহত স্বর্ণা মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকে। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার (১ সেপ্টেম্বর) রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার চেষ্টা করে। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। স্বর্ণা ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে স্বর্ণার মা বেঁচে যায়।

তিনি আরও জানান, সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল বাড়িতে এসে খবরটি জানায়। স্বর্ণার মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়াধীন। দুদেশের মধ্যকার বৈঠক ও প্রচলিত নিয়ম অনুযায়ি মরদেহ হস্তান্তর হবে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ওলের বাণিজ্যিক চাষ বাড়ছে

সংবাদটি শেয়ার করুন