বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দন বলেছেন বিএনপির ও অঙ্গ সংগটনের নেতাকর্মীরা সব সময় দেশের মানুষের পাশে রয়েছে। তার প্রমাণ দেশের মানুষ সম্প্রতি বন্যায় দেখেছে।
সম্প্রতি সৃষ্ট বন্যায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যা দূর্গতদের পাশে থেকে সহযোগীতা করছে। নিজের জীবন বাজি রেখে বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে।
তিনি রবিবার (১ সেপ্টেম্বর) জেটেবের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলমের উদ্যোগে উপজেলার গোপালপুর গ্রামে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেটেব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে ও ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুর ন্নবীর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেটেব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ.বি.এম. রুহুল আমীন আকন্দ, যুগ্ন আহ্বায়ক ইঞ্জি. মনিরুজ্জামান লিটন, ইঞ্জি. এনামুল হক হিমেল, ইঞ্জি. আশ্রাফ মাহমুদ, ইঞ্জি. মোঃ আব্দুর রশিদ মিয়া, ইঞ্জি. মোঃ সুলতান হোসেন শিশির প্রমুখ।