ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ইতিহাস, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।

এ উপলক্ষে রোববার জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে- আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং পৃথক ভাবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে- অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান কূষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব মনজূরে ম ওলা পলাশ জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন সদস্য সচিব শামস মতিন সহ প্রমুখ এবং বিকালে (বাদ আসর) শহরের মাছুয়া বাজার জামে মসজিদে- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপি নেতা মতিউর রহমান,আনোয়ার হোসেন আনু ,আব্দুল গফুর মাস্টার, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন